ভারতের আমৃতসর থেকে বার্মিংহামের পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানে আবারো হঠাৎ করে ত্রুটি দেখা দেয়। ঘটনাটি গত ৪ অক্টোবর ফ্লাইটটির চূড়ান্ত অবতরণ পর্যায়ে থাকাকালে ঘটে। তবে বিমানের সব সিস্টেম স্বাভাবিক থাকায় বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে। রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।আরো পড়ুন:পশ্চিমবঙ্গের কারাগারে ৮৯ শতাংশ বাংলাদেশি, ভারতের এনসিআরবির তথ্যশেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিস পশ্চিমবঙ্গের কারাগারে ৮৯ শতাংশ বাংলাদেশি, ভারতের এনসিআরবির তথ্য শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিস বিমান সংস্থাটির বরাত প্রতিবেদনে বলা হয়, বিমানটির জরুরি শক্তি উৎপাদনকারী যন্ত্র ‘র্যাম এয়ার টারবাইন’ (র্যাট) হঠাৎ করেই সক্রিয় হয়ে গিয়েছিল। সাধারণত যখন বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয় অথবা সম্পূর্ণ বৈদ্যুতিক বা হাইড্রোলিক ব্যবস্থা...