দুর্গাপূজার ছুটি শেষে খুলেছে ক্যাম্পাস, শিক্ষার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে পুরোদমে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ঝুপড়ি, অনুষদের শ্রেণি কক্ষ, গুরুত্বপূর্ণ মোড়, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন, শাটল ট্রেন, চায়ের আড্ডায় রোববার দিনভর নির্বাচনি প্রচার চলে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারপত্র নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাথে কুশল বিনিময় করে ভোট চান। এসময় তারা ভোটারদের কথা শোনেন এবং নির্বচিত হলে প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এক হয়ে আবার কেউ কেউ ভাগ হয়েও বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। প্রচারের সময় এক প্যানেলের প্রার্থীদের সঙ্গে অপর কোনো প্যানেলের প্রার্থীদের দেখা হচ্ছে, হাসিমুখে তারা কুশল বিনিময়ও করছেন। এক কথায় পূজার ছুটি শেষে চাকসু ও হল সংসদের নির্বাচনের...