চুয়াডাঙ্গা জেলায় হঠাৎ ছড়িয়ে পড়েছে এক ধরনের আর্থিক অস্থিরতা। বিদেশি বিনিয়োগের লোভ দেখিয়ে স্থানীয়ভাবে গড়ে ওঠেছে এক ‘ভুয়া’ আর্থিক প্রতিষ্ঠান, যেখানে কোটি কোটি টাকা আটকা পড়ছে সাধারণ মানুষের। নাম-পরিচয়হীন এই অফিসটি কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় ব্যবসা, আবার কখনো বিদেশি এমএলএম স্কিমের মুখোশ পরে বিনিয়োগকারীদের প্রলোভনে ফেলছে। অন্তত তিন হাজার গ্রাহক ইতোমধ্যেই টাকা বিনিয়োগ করেছেন, কেউ লাখ, কেউ বা কোটি প্রতি এক লাখ টাকায় মাসে পাঁচ থেকে নয় হাজার টাকা লাভের প্রতিশ্রুতি স্থানীয় সূত্র জানায়, দুবাইভিত্তিক আসল ব্রোকারেজ কোম্পানি ‘সেন্ট এফএক্স’-এর নাম ব্যবহার করেই চলছে পুরো প্রতারণার কারবার। অথচ প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটেই স্পষ্ট লেখা রয়েছে “ইবধিৎব ড়ভ ঋধশব ঊহঃরঃরবং” (নকল প্রতিষ্ঠান হতে সাবধান)। তবু সতর্কবার্তা উপেক্ষা করে প্রতারক চক্রটি নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলেছে। চুয়াডাঙ্গা শহরের টিঅ্যান্ডটি মোড়ের একটি ভবনের দুই...