শত বছর আগে প্রথম ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি আজকের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সমস্যা মোকাবেলায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ১৯২০-এর দশকে ব্যাপকভাবে ব্যবহৃত হতো ফেজ থেরাপি, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য বিশেষ ভাইরাস বা ব্যাকটেরিওফেজ ব্যবহার করে। তখন অ্যান্টিবায়োটিক সাধারণ চিকিৎসার অংশ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে এবং বর্তমান অ্যান্টিবায়োটিকগুলোর প্রভাব কমে এসেছে। তাই গবেষকরা আবারও এই শতবর্ষী পদ্ধতির দিকে নজর দিচ্ছেন। হেব্রু বিশ্ববিদ্যালয়, জেরুজালেম এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি পরিচালিত এক গবেষণা দেখিয়েছে, ফেজ থেরাপি ‘সুপারবাগ’—যেসব ব্যাকটেরিয়া সাধারণ ওষুধে প্রতিক্রিয়া দেখায় না—নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণার ফলাফল Cell Reports জার্নালে প্রকাশিত হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, তেমনি তারা ফেজের বিরুদ্ধে প্রতিরোধও তৈরি করতে পারে। এই প্রতিরোধ...