শারজাহর গরম আলোয় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে? সিরিজ আগেই নিশ্চিত করে রাখা টাইগাররা এবারও শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রথমে বল হাতে শুরুর ধাক্কা, এরপর ধারাবাহিক আক্রমণে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে আফগানদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে আফগানিস্তানের ইনিংস থেমেছে ১৪৩ রানে। ফলে হোয়াইটওয়াশের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।টস জিতে প্রথমে ফিল্ডিং নেন অধিনায়ক জাকের আলী। সিদ্ধান্তটা একদম সঠিক প্রমাণ করেন বোলাররা। শরিফুল ইসলামের নিখুঁত লেন্থে শুরুতেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি—২০ রানের মাথায় ফেরেন ইব্রাহিম জাদরান (৭)। অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজও বেশি দূর যেতে পারেননি, নাসুম আহমেদের ঘূর্ণিতে থামেন ১২ রানে।তিনে নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল। ব্যাটে-বলে আত্মবিশ্বাসী দেখা গেলেও ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রানে...