বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, চার কোটি তরুণ ভোটারসহ দেশের নাগরিকগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকারে বঞ্চিত। তিনি বলেন, তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট বিরোধীদের প্রতিহত করতে মানুষ বদ্ধপরিকর। দেশের জনগণ চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সামাজিক ন্যায়বিচার, ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ। মাওলানা আবদুল হালিম আরও বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা অত্যন্ত জরুরি। দেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। তিনি জামায়াতে ইসলামের সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড....