মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০-দফা শান্তি প্রস্তাবের কিছু অংশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মেনে নিলেও এই দীর্ঘ দুই বছরের যুদ্ধ সমাপ্তির পথে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে। হামাসের এই পদক্ষেপের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু আদৌ কি তা হবে? বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের আহ্বানের পর গাজা সিটিসহ কিছু এলাকায় প্রথমে ইসরায়েলের তীব্র বোমা হামলার খবর পাওয়া গেলেও পরবর্তীতে বিমান হামলা এবং অন্যান্য গোলাবর্ষণ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে, যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময়সীমা এখনও পরিষ্কার নয়। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলেই যুদ্ধ অবিলম্বে শেষ হবে। কিন্তু হামাস তাদের প্রতিক্রিয়ায় সব শর্তে পুরোপুরি সম্মতি না দিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রক্রিয়ার বিশদ আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। জিম্মি মুক্তির জন্য ৭২ ঘণ্টার সময়সীমা রাখা...