সুযোগ ছিল রেয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু ম্যাচের অনেকটা সময় ধরেই বিবর্ণ ফুটবল খেলল বার্সেলোনা। পেনাল্টি মিস করে হতাশা বাড়ালেন রবের্ত লেভানদোভস্কি। উজ্জীবিত পারফরম্যান্সে শিরোপাধারীদের উড়িয়ে দিল সেভিয়া। প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা। আলেক্সিস সানচেস শুরুতে সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধেই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। চোটাক্রান্ত লামিনে ইয়ামাল ও রাফিনিয়াসহ আরও কয়েকজনকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা গোলের...