১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বর্ষণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সাম্প্রতিক কালে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন, শেষবার এমন ভয়াবহ অবস্থা দেখা গিয়েছিল ২৭ বছর আগে, ১৯৯৮ সালে। গত রাতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে মিরিক ও সুখিয়াপোখরির মতো এলাকায় ভূমিধস দেখা দেয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দার্জিলিং সফরে যাচ্ছেন। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ মধ্যে মধ্যে ব্যাহতও হয়েছে। সৌরেনির কাছে দারাগাঁওয়ে গভীর রাতে ধস নামে। একটি বাড়ি ধসে যায়। আপার দুধিয়া বা ডাম্ফেডার...