জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের চিন্তা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই থাকবেন।’ তিনি বলেন, ‘খেলার নিয়ম-কানুন বোঝার অনেক আগেই বাবার সাথে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, কিন্তু খেলাটা বুঝতে পারার সাথে সাথেই তিনি আমার প্রিয় হয়ে ওঠেন এবং এখনো তেমনই রয়েছেন।’ আরও পড়ুনআরও পড়ুন৩৫ ছক্কায় ৩১৪ রান করা কে এই হারজাস সিং মাশরাফিকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, ‘১০ বছর বয়স থেকেই আপনার প্রতিটি লেখা এবং ছবি সংগ্রহ করা...