যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেপ্তার গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। গতকাল নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও বিক্ষোভ হয়েছে। এটি তারই ছবি গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নানা প্রচেষ্টা চললেও ইসরাইল গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ করেনি। ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। রয়টার্স ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগালসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে প্রায় ৫শ’ বিক্ষোভকারী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুর্ভিক্ষকবলিত গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন প্যালেস্টাইনি নিহত হন।...