যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার (৫ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ভোর থেকে সেখানে আরও ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ভিক্ষকবলিত এই অঞ্চলে মোট নিহতের সংখ্যা এখন ৬৭ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাস ও ইসরায়েল উভয় পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও, ইসরায়েল ধারাবাহিক সামরিক আক্রমণ অব্যাহত রেখেছে। চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানায়, দখলদার বাহিনী এই অঞ্চলের বিভিন্ন অংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসিক ভবন এবং তাঁবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে গত শুক্রবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প সরাসরি ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, হামাসের বিবৃতির ওপর ভিত্তি করে বলা যায়, দীর্ঘ মেয়াদে...