দুনিয়ায় সার্বিক শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান ও বিশ্বনবী (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা উত্তর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জামায়াত আমির মাগরিবের নামাজ আদায় করেন বায়তুল এহতেরাম মসজিদে এবং উপস্থিত মুসল্লিদের উদ্দেশে কথা বলেন। এরপর স্থানীয় একটি মিলনায়তনে উপস্থিত সুধীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন।তিনি এশার নামাজ আদায় করেন মিরপুর ১৪নং-এর জামিউল উলুম মসজিদে এবং সমবেত মুসল্লিদের উদ্দেশ বক্তব্য রাখেন। থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী...