দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে সে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রাশমিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই তারকা যুগল। শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশমিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব। তবে শনিবার বিজয় দেবেরাকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয়, এটি গুজব নয়; সত্যিই বাগদান সেরেছেন তারা। গত ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে। যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনেই।...