অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে কাজ করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার এ চুক্তি প্রস্তাব করেন। সেখানে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া রোববার (৫ অক্টোবর) একটি সূত্রের বরাতে জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি ও মিসরীয় প্রশাসনের কাছে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে হামাস। যদিও এই খবর অন্য আর কোনো সূত্র এখন পর্যন্ত নিশ্চিত করেনি। আল-আরাবিয়াকে হামাসের একটি সূত্র বলেছে, হামাস যোদ্ধারা ইসরায়েলি জিম্মিদের মরদেহ গাজার বিভিন্ন জায়গা থেকে জড়ো করা শুরু করেছেন। কাজটি যেন সম্পূর্ণভাবে শেষ করা যায়, সেজন্য ইসরায়েলের বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছে হামাস। এসব মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে সময় লাগবে। আর যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আল-আরাবিয়ার প্রতিবেদনে...