বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার লক্ষ্যে ফসল ও শস্য উৎপাদনের ঋণ বিতরণ ও আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। একইসঙ্গে ব্যাংক খাতের বিদ্যমান ১৫-২০ শতাংশ চড়া সুদের স্থলে মাত্র ৪-৫ শতাংশ সস্তা ঋণের মাধ্যমে অন্তত পৌনে লাখ কৃষককে স্বস্তির বার্তা দিয়েছে। আর বিভিন্ন ব্যাংকে আমানত সংগ্রহে ভাটা দেখা দিলেও বাংলাদেশ কৃষি ব্যাংকে জোঁয়ার লক্ষ্য করা গেছে। শুধু গত ২০২৪-২৫ অর্থবছরেই ব্যাংকটির ১ হাজার ৩৮টি শাখা-উপশাখার মাধ্যমে নতুন করে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে ৫ হাজার কোটি টাকা। পাশাপাশি অতীতের ইতিহাস ভেঙ্গে রেমিটেন্স সংগ্রহ সরকার পরিচালিত বিশেষায়িত ব্যাংকটি চমক সৃষ্টি করেছে বলে জানান সংশ্লিষ্টরা।বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিবেদন বলছে, ব্যাংকটি স্বল্প সুদে ঋণ বিতরণ করে সরকারি নীতি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষি ব্যাংকের মাধ্যমে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ...