নতুন এক গবেষণায় প্রকাশিত হয়েছে, ৫০ বছরের নিচের প্রাপ্তবয়স্কদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের (কোলন ক্যানসার) সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো রেকটাল ব্লিডিং (মলদ্বার থেকে রক্তক্ষরণ)। এই লক্ষণ থাকা মাত্রই ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে আশ্চর্যজনক ৮৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ লুইসভিল হেলথ-এর গবেষকরা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৫০ বছরের নিচের ৪৪৩ জন রোগীর কলোনোস্কোপি মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করেছেন। এই রোগীদের মধ্যে প্রায় অর্ধেককে প্রারম্ভিক কোলোরেক্টাল ক্যানসার ধরা পড়েছে। সকল লক্ষণের মধ্যে, রেকটাল ব্লিডিং স্পষ্টভাবে সবচেয়ে বড় সতর্কবার্তা হিসেবে উঠে এসেছে। গবেষণার প্রধান লুইসভিল স্কুল অফ মেডিসিনের কোলোরেক্টাল সার্জন ডা. স্যান্ড্রা কাভালুকাস বলেন, “আমার দেখা প্রায় সব প্রারম্ভিক কোলোরেক্টাল ক্যানসারের রোগীর পরিবারে পূর্ব ইতিহাস নেই। এই গবেষণা নির্দেশ দেয়, ৫০ বছরের নিচের যাদের রেকটাল ব্লিডিং আছে, তাদের কলোনোস্কোপি করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা...