নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের হাতে থাকা শেয়ার। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তাদের বিনিয়োগ হ্রাস বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কোম্পানিগুলো হলো— এবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, রহিমা ফুড, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৭৪৯টি এবং পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে জুলাই মাসে ছিল ৩১.২১ শতাংশ, যা আগস্ট মাসে ৯.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.২৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে সরকারের কাছে ০.৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২.৬২ শতাংশ, বিদেশি বিনিয়োাগকারীদের কাছে ০.৫৪ শতাংশ এবং সাধারণ...