জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু নিশ্চিত হতে ‘এনএস-ওয়ান’ পরীক্ষা করানোর অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৯ জন মারা গেছেন; হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন। চলতি বছর ডেঙ্গুতে এক দিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এটাই সর্বোচ্চ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের ৭ জন হাসপাতালে ভর্তির প্রথম দিন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মূলত হাসপাতালে আসতে দেরি হওয়ার কারণে ডেঙ্গু রোগ জটিল আকার ধারণ করে। এ কারণে তাদের চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল না। “বাকি ২ জনের ১ জন ভর্তির পর দিন মারা যান। দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে উপস্থিত হওয়ার কারণে জটিল রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।...