মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি পরিকল্পনাটি ‘ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে এমনটাই বলেছেন। তিনি বলেন, ‘ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। হামাসেরও একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ধরে নিচ্ছি যে, নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই… তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন।’ তিনি ব্যাখ্যা করেন, ট্রাম্পের ২০-দফা পরিকল্পনায় ‘বেশ কিছু ফাঁকফোকর’ রয়েছে। নেতানিয়াহু চুক্তি পরিত্যাগ করতে ফাঁকফোকরগুলো ব্যবহার করতে পারেন। ক্লেইন আরও বলেন, ‘নেতানিয়াহু যতদিন সম্ভব ক্ষমতায় থেকে সকলকে প্রতারণা করার চেষ্টা...