ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পুতিন জানান, তার দেশের অনেক গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে টমাহকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আমেরিকা এমন পদক্ষেপ নিলে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এমনকি দুদেশের সম্পর্কের ইতিবাচক সম্ভাবনাও শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি...