অবশেষে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। তবে গণভোটের সময় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (০৫ অক্টোবর) বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। রোববারের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে একমত হয় সব রাজনৈতিক দল। তবে গণভোটের সময়, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...