ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ার পর এখনো ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। রোববার (৫ অক্টোবর) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর এএফপির। গত সোমবার বহুতল ওই স্কুল ভবনের একাংশ ধসে পড়ে। ধসে পড়ার সময় নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিল শিক্ষার্থীরা। আজ রোববার উদ্ধারকর্মীরা জঞ্জালের ভেতর থেকে আরও ১৯ জনের মৃতদেহ বের করে এনেছে। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির পরিচালক ইউধি ব্রামানতো বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী মোট ১৪৯ জনকে ধ্বংসপ্রাপ্ত ভবনটি থেকে বের করে আনা হয়েছে, এদের মধ্যে মারা গেছে ৪৫ জন আর বেঁচে গেছে ১০৪ জন।’ সকালে অবশ্য জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৭। ইউধি আরও জানান, এখনো ২৬ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামি বোর্ডিং স্কুলটির ধ্বংসাবশেষ ঘিরে...