রাত পোহালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। অনেকের ধারণা আমিনুল ইসলাম বুলবুল আবারও বসছেন বিসিবির চেয়ারে। এর আগে অবশ্য ভোটের মাঠে লড়তে হতো তাকে। ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হলেই কেবল সভাপতির জন্য লড়াই করতে পারতেন তিনি। কিন্তু, একদিন আগেই নিশ্চিত হয়ে গেল বুলবুলের পরিচালক হওয়া। মূলত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দুই পরিচালকের বিপরীতে নির্বাচন করছিলেন তিন প্রার্থী। বুলবুলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এই তিনজনের যেকোনো দুজন হতেন পরিচালক। নির্বাচনের আগের দিন নিশ্চিত হয়ে গেল কারা হচ্ছেন সেই দুজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বুলবুল আর ফাহিম। কারণ, অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে আজ রোববার (৫ অক্টোবর) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এ নিয়ে বিসিবি নির্বাচন থেকে...