জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ রিয়েল এস্টেট ব্যবসায় যাত্রা শুরু করতে যাচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি এ লক্ষ্যে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে বিষয়টি অনুমোদিত হয়েছে। রোববার,(০৫ অক্টোবর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এমজেএল বাংলাদেশ। তথ্য অনুযায়ী, এমজেএল বাংলাদেশ রাজধানীর গুলশান এভিনিউয়ে একটি বাণিজ্যিক প্রকল্পে ইস্ট কোস্ট হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে। এ প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হবে ২১৪ কোটি ২০ লাখ টাকা। এ বিনিয়োগে সমান দুই ভাগে অর্থায়ন করবে কোম্পানি দুটি। এমজেএল বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, তারা ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে এ রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এমজেএল বাংলাদেশের কোম্পানি সচিব রকিবুল কবির...