তিব্বতের পূর্ব পাশে মাউন্ট এভারেস্ট অঞ্চলে তীব্র তুষারঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী আটকা পড়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল থেকেই স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলগুলো অঞ্চলটির প্রবেশপথ পরিষ্কার করার কাজ শুরু করেছেন। চীনের জিমু নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। জিমু নিউজের প্রতিবেদবে বলা হয়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার (৪ সেপ্টেম্বর) সারাদিন অব্যাহত থাকে। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকার সড়কপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ সময় প্রবেশপথ পরিষ্কারের জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী মোতায়েন করা হয়। আটকে পড়া কিছু পর্যটককে...