অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে রামপুরার ট্রাফিক পুলিশের বক্সে নিয়ে হেনস্তা এবং হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। তোফায়েলের অভিযোগ, রামপুরার সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান তাকে বলেন, “নেক্সট টাইম ওকে পেলে গাড়িসহ লটকে রাখবা।” রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার পর, রামপুরার একটি ব্রিজের সামনে মোটরসাইকেল চালানোর সময় তোফায়েলকে থামায় ট্রাফিক পুলিশ। তখন তার মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে তাকে ট্রাফিক বক্সে নিয়ে হুমকি দেয়া হয়। তোফায়েল আহমেদ বলেন, “আমার গাড়ির কাগজ অফিসে জমা আছে। ট্রাফিক পুলিশ আমাকে থামানোর পর গাড়ি থেকে চাবি নিয়ে নেয়। এরপর আমাকে বলা হয়, ট্রাফিক বক্সে এসি আছেন, তার সঙ্গে কথা বলতে। আমি যখন এসির সঙ্গে কথা বলার চেষ্টা করি, তিনি ১০ মিনিট ধরে গালাগালি করেন। এরপর ট্রাফিক ইন্সপেক্টরও আমার সঙ্গে বাজে...