০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম ব্যাটে-বলে নিজেকে মেলে ধরলেন জিয়াউর রহমান। জাতীয় লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে ঢাকা বিভাগকে প্রথম হারের স্বাদ দিল খুলনা বিভাগ। টুর্নামেন্টে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রোববার খুলনা ১৭ রানে হারিয়েছে ঢাকাকে। খুলনার ১৮৬ রানের জবাবে ১৬৯ রানে আটকে যায় ঢাকা। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে খুলনা উঠল টেবিলের দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট আছে চট্টগ্রাম বিভাগেরও। রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। এবারের আসরে প্রথম হারে এককভাবে শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করল ঢাকা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৫১ রানের সূচনা করেন খুলনার দুই ওপেনার ইমরানুজ্জামান ও সৌম্য সরকার। ভাল শুরু...