গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। রোববার বিকালে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে। ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্যের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেয়। গণঅধিকার জানায়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রস্তুতি, দলের আর্থিক সিস্টেম, নির্বাচনি পরিবেশ, নির্বাচনি জোট, নির্বাচন কমিশনের ওপর আস্থা ও জুলাই জাতীয় সনদ নিয়ে আমাদের চিন্তা সম্পর্কে জানতে চান। রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শিগগিরই আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে। দলের নেতাকর্মীদের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে সংগঠন পরিচালিত হয়। এখনও পর্যন্ত কারও সঙ্গে আমাদের নির্বাচনি...