দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পল্টনের বিজয়নগরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাঁদের অব্যাহতির আদেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জানান, অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও অধ্যক্ষ মুহাম্মদ সোহরাব উদ্দিন। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি পল্টনে মহাসমাবেশ আয়োজন করে। ওই সমাবেশ থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে প্ররোচিত হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুর দেড়টার দিকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা রাস্তায় অগ্নিসংযোগ করে এবং...