লিওনেল মেসির পাসের জাদুতে জয়ের পথে ফিরেছে ইন্টার মিয়ামি। গত শনিবার ফোর্ট লডারডেলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে দুই ম্যাচের জয়খরা কাটিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থানে ওঠে এসেছে মিয়ামি। তাদের পয়েন্ট এখন ৫৯, দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট কম। ভেজা মাঠে কঠিন পরিবেশেও ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলেন মেসি। গোল করতে না পারলেও তিনি তিনটি অ্যাসিস্ট দিয়ে দলকে এগিয়ে নেন। তাতেই তিনি গড়ে ফেলেছেন রেকর্ড। চলতি মৌসুমে ৪১তম গোল অবদান রাখলেন তিনি। মেজর লিগ সকারে এক মৌসুমে ৪০ বা তার বেশি গোল অবদান রাখা দ্বিতীয় খেলোয়াড় এখন মেসি। মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। বিপরীতে নিউ ইংল্যান্ড হেরেছে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই। মেসির প্রথম অ্যাসিস্ট আসে ম্যাচের ৩২তম...