চট্টগ্রাম:শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৪ পরিচালক পদের মধ্যে ৬টিতে প্রতিদ্বন্দ্বী নেই। তারা ট্রেড গ্রুপের তিনজন ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজন।বাকি ১৮ পদে বৈধ প্রার্থী ৫৭ জন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ পরিচালক পদে লড়বেন ৪১ জন।অ্যাসোসিয়েট মেম্বার গ্রুপের ৬ পরিচালক পদে লড়বেন ১৬ জন। রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচতলায় চেম্বার নির্বাচনের বৈধ প্রার্থীর তালিকা সাঁটানো হয়েছে। তালিকা অনুযায়ী অর্ডিনারি গ্রুপের বৈধ প্রার্থীরা হলেন- এএসএম ইসমাইল খান, এটিএম রেজাউল করিম, আবু হায়দার চৌধুরী, আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), মো. সালামত আলী, আমানুল্লাহ আল-সগীর, আসাদ ইফতেখার, এমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, জাভেদ সিদ্দিকী, কামাল মোস্তফা চৌধুরী, কাজী ইমরান এফ রহমান, মাসুদ আহমেদ, মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. আবদুল কাদের, মো. আবসার হোসাইন,...