ভারতে সবচেয়ে বেশি বিদেশি বন্দি রয়েছেন পশ্চিমবঙ্গের কারাগারে। পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে অন্তরীণ থাকা বিদেশিদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। সম্প্রতি প্রকাশিত ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)’-এর সবশেষ ২০২৩ সালের রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন কারাগারে মোট ৬ হাজার ৯৫৬ জন বিদেশি বন্দি রয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫০৮ জন অর্থাৎ ৩৬ শতাংশ বন্দি পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন। এই বিদেশি বন্দিদের মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি বন্দিদের বেশিরভাগ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ধরা পড়েছেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গের মোট ২৫ হাজার ৭৭৪ জন বন্দির মধ্যে ৯ শতাংশ ছিলেন বিদেশি নাগরিক। তাদের মধ্যে ৭৭৮ জন দোষী সাব্যস্ত এবং ১৪৪০ জন বিচারাধীন ছিলেন। বিদেশি বন্দির হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। রিপোর্ট বলছে, বিচারাধীন বন্দিদের অধিকাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের...