আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আজ তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে আফগানিস্তানের বিপক্ষে।টস জিতে আগে বোলিং করতে নেমে শুরুটা দারুণ করে তারা। ৩৯ রানে তিন উইকেট হারায় আফগানরা। দলকে এখন টানছেন সেদিকউল্লাহ আতাল। তৃতীয় ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে শুরুটা করেন শরিফুল ইসলাম। তার বল নুরুল হাসান সোহানের হাত ক্যাচ তুলে দিয়ে ৭ রান করে ফেরেন আফগান ওপেনার। পরের ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ। ৯ বলে ১২ রান করে গুরবাজ তালুবন্দি হন শামিম হোসেনের। ষষ্ঠ ওভারে ওয়াফিউল্লাহ তারাখিলকে ফেরান সাইফউদ্দিন। বোল্ড হয়ে ১১...