সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) থেকে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় বিজনেস সামিট শুরু হচ্ছে। সামিটটির নাম দেওয়া হয়েছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। রোববার,(০৫ অক্টোবর ২০২৫) গুলশানের সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই সামিটের মাধ্যমে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএবিসিসিআই-এর গ্র্যান্ড লঞ্চিং এবং বিজনেস সামিটে যোগ দিতে সৌদির মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আব্দুল হাফিজ আমির বকশের নেতৃত্বে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতি-নির্ধারণী পর্যায়ের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন। সামিট উপলক্ষে আয়োজিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে— ৬ অক্টোবর সৌদি প্রতিনিধি দলের সম্মানে ডিনার রিসেপশন। আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় হোটেল শেরাটনে...