হংকংয়ের বিপক্ষে ম্যাচের চারদিন আগে দুঃসংবাদ জাতীয় ফুটবল দলে। ইনজুরিতে থাকা দুই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজাকে ফিট করে তোলা সম্ভব হয়নি বলে দু’জনকেই ক্যাম্প ছাড়তে হয়েছে। আবাহনীতে ফিরে গেছেন ইব্রাহিম, মোহামেডানে সুমন রেজা। অনুশীলনের প্রথম দিনেই সাইডলাইনে বসে ছিলেন তারা। সঙ্গে ছিলেন আরো দু’জন তপু বর্মণ ও আল-আমিন। এই দু’জন এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্যাম্পে টিকে থাকলেও শেষ পর্যন্ত তাদের কি অবস্থা দাঁড়ায় সে অপেক্ষায়ই করতে হচ্ছে কোচকে। প্রাথমিক তালিকায় ছিলেন ৩০ জন। দু’জন ছিটকে পড়ায় এখন আছেন ২৮ জন। এর মধ্যে হামজা ও শামিত যোগ দেওয়ার অপেক্ষায়। সোমবার সকালে হামজা আসবেন। তিনি তিনটি সেশন অনুশীলনের সুযোগ পাবেন। ৭ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় এসে শামিত সোম অনুশীলন করতে পারবেন এক বেলা। রোববার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমের সাথে...