মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ১৬ জন। এরপর দুই দিনে নির্বাচন বর্জনের তালিকায় যোগ হয়েছিল আরও চারটি নাম। এবার এই তালিকায় যুক্ত হলেন এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ভোটগ্রহণের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। ঢাকা বিভাগের পরিচালক পদে জামালপুর ক্রীড়া সংস্থার কাউন্সিলর ফুয়াদের লড়াই ছিল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে। ফুয়াদ সরে যাওয়ায় আমিনুল ও নাজমূল কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বুধবার (৫ অক্টোবর) ফুয়াদ সাংবাদিকদের বলেন, 'আমি ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং জেলা ক্রিকেট সংস্থা থেকে প্রার্থী ছিলাম। আপনারা...