কুমিল্লায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। রোববার দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে আরও দুই নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম ও দুই নারী ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ প্রবল বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর রাশেদুল ইসলামের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। রাশেদুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি...