নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জন। রোববার ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম এ ঘটনা ঘটে। ভূমিধসে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। ভেঙে পড়েছে কয়েকটি সেতু। নেপালের ১২টির বেশি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত থাকবে বলে তাদের পূর্বাভাসে...