ভারতের ওড়িশার কটক শহরে দুর্গা প্রতিমা বিসর্জন চলাকালে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এর জেরে আজ রোববার দিনভর উত্তেজনা ছিল। এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সোমবার শহরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। এদিকে, সামাজিক সব ধরনের যোগাযোগমাধ্যম সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টা থেকে দুটো নাগাদ দারগাবাজার এলাকার হাতি পোখরি এলাকায়। বিসর্জন চলাকালীন উচ্চস্বরে গান বাজানো নিয়ে কিছু স্থানীয় বাসিন্দার আপত্তির ফলে এই উত্তেজনার সূত্রপাত হয়। বিবাদের এক পর্যায়ে একদল লোক ছাদ থেকে শোভাযাত্রার ওপর পাথর ও কাঁচের বোতল ছুঁড়তে শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে কটকের ডিসিপি খিলারি ঋষিকেশ জ্ঞানদেওতে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। হামলার প্রতিবাদে...