বৈদেশিক রেমিট্যান্স সংক্রান্ত সব নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সার্কুলার ৩০ সেপ্টেম্বর জারি করা হয়েছে, যা আগামী এক বছর কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স পাঠানো ও গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সুসংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জারি হওয়া বিভিন্ন নির্দেশনার সমন্বয় করে একটিতে আনা হয়েছে নিয়মকানুনগুলো। সার্কুলারে যেসব খাত অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে— ব্যক্তিগত স্থানান্তর, ভ্রমণ ব্যয়, মুনাফা ও লভ্যাংশ প্রেরণ, প্রাতিষ্ঠানিক রেমিট্যান্স, রপ্তানি দাবি, বীমা ও পুনঃবীমা সংক্রান্ত লেনদেন, আন্তর্জাতিক কার্ড ও কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ প্রেরণ। তবে আমদানি বিল পরিশোধ এবং পরিবহন সেবা বাবদ রেমিট্যান্স—এই দুইটি খাত নতুন সার্কুলারের আওতায় আসেনি। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেনের জটিলতা কমবে, এবং ব্যাংক...