দক্ষিণ এশিয়ার ফুটবলে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো পুরুষ ও নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।তবে এই ব্যতিক্রমী টুর্নামেন্টটি আয়োজিত হবে দক্ষিণ এশিয়ার বাইরে, থাইল্যান্ডে, ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। স্ট্যান্ডার্ড ফুটবলের বাইরে ফুটসাল এবং বিচ ফুটবলে এটিই হতে যাচ্ছে সাফের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। শুরুতেই থাইল্যান্ডকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘আমাদের সদস্য দেশের বেশিরভাগের কাছে ফুটসাল আয়োজনের অভিজ্ঞতা নেই। থাইল্যান্ডে প্রয়োজনীয় ভেন্যু ও সাপোর্ট সিস্টেম রয়েছে। এছাড়া সাফের সাতটি দেশ থেকেই সরাসরি ফ্লাইট চলে সেখানে। এই সুবিধাগুলো মাথায় রেখেই থাইল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, প্রথম টুর্নামেন্টে সব দেশ অংশগ্রহণ করুক। এক্ষেত্রে রাজনৈতিক...