০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম প্রশ্ন : আমাদের বাসায় মাছ মাংস রান্না হলেও পুরুষরা (স্বামী, শ্বশুর) খাওয়ার পর থাকলে সেটা আমি খেতে পারি। তারপরও লুকিয়ে খেতে হয় কারন একটু ভালো মাংস খেলে শ্বাশুড়ির মনে কষ্ট পায়, কথা শোনায়। তাছাড়া মেহমান আসলে ভালো খাবার রান্না হয়, তখনো আমার জন্য ভালো খাবার খুব একটা জোটেনা। মাঝে মাঝে শুধু শাক রান্না হয়, স্বামীর জন্য তখন ডিম ভাজা করে দিই। কিন্তু আমার শুধু ওই শাক দিয়েই খেতে হয়, তাই অনেক সময় লুকিয়ে ডিম ভেজে খাই। প্রশ্ন হল, মাঝে মাঝে স্বামী সন্তানের জন্য ফল আনলে আমি সেখান থেকেও লুকিয়ে একটা/দু’টা খাই, এতে কি আমার গুনাহ হবে? ভালো তরকারি বা ফলমূল যদি লুকিয়ে খাই তাহলে কি গুনাহ হবে? উত্তর...