০৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম শাটডাউন ও শারদীয় দুর্গাপূজার টানা ১৫ দিনের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। জমে উঠেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, কলা ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীদের কর্মী-সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রার্থীরা শিক্ষার্থীদের হাতে ব্যালট নম্বর ও অঙ্গীকারপত্র তুলে দিয়ে নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় প্রচারণার গতি কিছুটা ধীর মনে হয়েছে। এদিকে রাকসু নির্বাচন কমিশন প্রচারণার সময়সীমা ১০ দিন বাড়িয়ে আগামী ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করেছে। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “দীর্ঘ ছুটির পর...