আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে আজ অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।জানালেন, দলের প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট এবং ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়াই তাদের লক্ষ্য। অনুশীলন নিয়ে কাবরেরা বলেন, “অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। ” তবে ইনজুরির কারণে স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে হয়েছে। সুমন রেজা ও ইব্রাহিম চোট কাটিয়ে উঠতে না পারায় তাদের দল থেকে বাদ দিতে হয়েছে বলে জানান কাবরেরা। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো ফিট হয়, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের ক্লাবে ফেরত পাঠানো...