গত বছর ‘কিল’ সিনেমা দিয়ে চমকে দিয়েছিলেন তরুণ অভিনেতা লক্ষ্য লালওয়ানি। এবার তিনি আবার আলোচনায় শাহরুখ পুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্যা ব্যা***ডস অব বলিউড’ দিয়ে। সিরিজের প্রধান চরিত্র ‘আসমান সিং’ হিসেবে পর্দায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি রণবীর আলাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনেতা হিসেবে প্রতিষ্ঠার জন্য নিজের সংগ্রামের কথা। টিভি থেকে সিনেমায়লক্ষ্য বলিউডে অভিষিক্ত হওয়ার আগে ছোট পর্দায় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘পরদেশ ম্যা মেরি দিল’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকের নজর কাড়েন। তবে চলচ্চিত্রে প্রবেশ করার আগে একটি বড় সিদ্ধান্ত নেন তিনি। সাক্ষাৎকারে লক্ষ্য বলেন, ‘আমি যে সময়ে “পরুস”-এ কাজ করছিলাম, তখন আমাকে এক নতুন শো অফার করা হয়েছিল। তারা প্রতিদিন ১৫ হাজার রুপি দিতে চেয়েছিল। সেই সময় আমি বাবাকে ফোন করলাম। তিনি বললেন,...