চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বড় ধাক্কা খেল ব্রাজিল। রামন মেনেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ২০তমবারের মতো অংশ নেয় ব্রাজিল। আগের ১৯ আসরে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। এর আগে সবচেয়ে খারাপ ফল এসেছিল ২০০৭ সালে, যখন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। এবার সেটিও ছাড়িয়ে গ্রুপ পর্বেই চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের। গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে সান্তিয়াগোতে গত শনিবার স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে। দুই দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে...