বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। দলটি খেলছে আগ্রাসী কম্বিনেশনে — দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন ইনিংস শুরু করবেন। তাদের পর আছেন সাইফ হাসান, উইকেটরক্ষক-অধিনায়ক জাকের আলী, এবং শামীম হোসেন। মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ নুরুল হাসান, এরপর স্পিন অলরাউন্ডার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পেস আক্রমণে রয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন।আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান টসে হেরে কিছুটা হতাশ হলেও আত্মবিশ্বাসী শোনালেন। তিনি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। প্রথম দশ ওভারে ভালো শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আগের মতো নয়, এখন দলে অনেক বিকল্প আছে — এটা একজন অধিনায়ক হিসেবে দারুণ সুবিধা।’তাদের একাদশেও এসেছে পরিবর্তন — কিশোর স্পিনার নূর আহমেদকে বিশ্রাম দিয়ে জায়গা পেয়েছেন বাশির আহমেদ।উভয়দলেরএকাদশবাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের...