অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার জীবনের গভীরতম উপলব্ধি ও সমাজ থেকে প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি প্রকাশ করে সম্প্রতি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। আমার কিছু যায় আসে না উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘যদি এটা কাউকে আঘাত দেয়, তারা আমাকে উপেক্ষা করতে পারে, ব্লক করতে পারে, ঘৃণা করতে পারে। সত্যি বলছি, আমার কিছু যায় আসে না।’বাঁধনের পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-‘সমাজ ও এক অস্বস্তিকর নারী আমি চেয়েছিলাম সেই রকম মেয়ে হতে যাকে সবাই পরিচালিত করবে। যে বাধ্য হবে, খুশি করবে, চুপচাপ মানিয়ে নেবে কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ হয়েছি সেই মানুষটা হতে যা সবাই আমার কাছে চেয়েছিল। আমি চেষ্টা করেছিলাম। সত্যিই করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম আমার পরিবার যেমন মেয়ে চেয়েছিল, সমাজ যেমন নারী আশা করেছিল, ঠিক তেমন হতে।কিন্তু আমি...