পাওয়ার প্লে বাংলাদেশেরহোয়াইটওয়াশের লক্ষ্যে আগে বল নিয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, পাওয়ার প্লেতে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে জাকের আলী অনিকে দল। পাওয়ার প্লের শেষ বলে ওয়াফিকুল্লাহ তারাখিলকে আউট করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শামীমের দুর্দান্ত ক্যাচপাওয়ার প্লেতে ভালো শুরু করেছে বাংলাদেশ, চতুর্থ ওভারের নাসুমের বলে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন শামীম পাটোয়ারি। ঝড়ো ইনিংস খেলতে যাওয়া রহমানউল্লাহ গুরবাজ থেমেছেন ১২ রানে। শরিফুলের প্রথম আঘাততৃতীয় ওভারের প্রথম বলে আউট হয়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান, ৭ রান করেছেন তিনি। আফগানদেরও পরিবর্তন একটি, বশিরের অভিষেকএকাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নূর আহমেদ। তার পরিবর্তে প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নামছেন বাঁহাতি পেসার বশির আহমেদ।আফগানিস্তান একাদশ:রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদ, মুজিব...